প্যাভিলিয়নে ফেরার পথে এ ঘটনা ঘটে
সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে বাজে অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে আউট হওয়ার পর গ্যালারির এক দর্শকের গালির শিকার হন তিনি।
রবিবার (১ মার্চ) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৩ বলে ২৪ রান করে জিম্বাবুয়ের অফস্পিনার ওয়েসলি মাদভেরের বলে এলবিডাব্লিউ হন তামিম। পরে প্যাভিলিয়নে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্যালারিতে থাকা ওই দর্শকের নাম হামিদুর রহমান (৩২)।তাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা কমিটির প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) হোসেন ইমাম বলেন, “তাকে (হামিদুর) প্রথমে বিসিবি’র নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ধরে আনে। এরপর তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি তামিমকে উদ্দেশ করে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন এবং গালি দেন।”
পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান বিসিবি’র এই কর্মকর্তা।