সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তালতলী থানায় মামলা দায়ের করেন।পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
জানা গেছে,উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের সোবাহানপাড়া গ্রামের আবদুল হাকিমের বখাটে পুত্র সালাউদ্দিন (২০) বুধবার বিকেলে বৃষ্টির সময় প্রতিবেশী ওই মেয়েটির বাড়ী যায়।এ সময় মেয়েটির মা ঘরে না থাকার সুযোগ নেয় বখাটে সালাউদ্দিন।অভিযোগ রয়েছে,ঘরের বারান্দায় ফেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় মেয়েটির ডাক চিৎকার শুনে মা দৌড়ে এসে মেয়েকে উদ্ধার করেন।ততক্ষণে সালাউদ্দিন দৌড়ে পালায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান,ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।