তুমি কি জানো না যারা এই শহরটাকে
ক্যাসিনো ও রঙমহলে ভরে ফেলতে পারে
তাদের পক্ষে একজন কবিকে হজম করে ফেলা
এক মুহূর্তের ব্যাপার মাত্র!
তুমি যাকে এতদিন নেতা বলে জেনেছিলে
অনেক আগেই তার মৃত্যু হয়েছে
অনেক আগে থেকেই সে
আদর্শ বন্ধক রেখে
মধ্যসত্বভোগী দালালে পরিণত হয়েছে
তার পরিবার এখন টরেন্টোর বেগম পাড়ায়
রাজপ্রাসাদ কিনে ঝালমুড়ি খায়।
সর্দারনী পাপিয়ার ব্যাপারটা তুমি চেপে যাও কবি
তুমি চাইলেও তো
ওই রংমহলের প্রবেশাধিকার পেতে না
ওটা তোমাদের জন্য নয়।
ভালোবাসার কিছু কবিতা লিখে
তুমি বরং চেষ্টা করো
পরস্পর সম্মতি সাপেক্ষে কারো সাথে
আনাচে-কানাচে কোথাও মিলিত হতে পারো কি না!
জেনে রেখো-
রঙমহল ক্ষমতার, আর কবি হল মমতার।