দর্পণ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্ব তুর্কি ড্রোনের প্রশংসা শুরু করছে। সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও সন্ত্রাসীদের নির্মূলে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে বিশ্ববাসী।
জাতীয় প্রতিরক্ষা ইউনিভার্সিটিতে গতকাল মঙ্গলবার এক ভাষণে এরদোগান এসব কথা বলেন। তুরস্কে আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে, তা আর মাত্র দুটি দেশের হাতে রয়েছে। তিনি আরও বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোন যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র এখন নিজ দেশেই তৈরি করছে। ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেয়া প্রকল্প আগামী ৩-৫ বছরের মধ্যে শেষ হবে। তখন বিশ্বে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত এ চালকবিহীন বিমান।
তুরস্কের তৈরি বারাকাত আকিঞ্চি নামের ড্রোনটি গত ৮ জুলাই ৩৮ হাজার ৩৯ ফুট ওপর দিয়ে টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড্ডয়ন করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.