ফাইল ছবি

এছাড়া তারেক রহমানের সীমাহীন লুটপাট, খালেদা জিয়ার উদ্দেশ্যহীন রাজনীতি, নেতাকর্মীদের অবমূল্যায়ন করা, অহংকার এবং অতিরিক্ত পরিবার প্রীতির কারণে আজ বিএনপি দেশের তৃতীয় শ্রেণির রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও মনে করছেন তারা।

পরিচয় গোপন রাখা শর্তে দলটির দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপি এক সময় দেশের বৃহৎ রাজনৈতিক দল ছিল। কিন্তু এখন চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বুদ্ধিতা, সিদ্ধান্তহীনতা, পরনির্ভরশীলতা ও অতিরিক্ত বিদেশ নির্ভরতার কারণে আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছি।

তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, তারেক রহমানের অপরাধের বিষয়ে মুখে কুলুপ আঁটা, নেতাকর্মীদের অবমূল্যায়ন, দেশের চেয়ে বেশি দল প্রীতির কারণে খালেদা জিয়ার বিএনপি ব্যাকফুটে চলে গিয়েছে। খালেদা জিয়া কল্যাণমুখী রাজনৈতিক আদর্শ ধারণ করতে ব্যর্থ হওয়ায় তার আমলে সুবিধাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর ফলে বাংলাদেশ তৎকালীন সময়ে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সুতরাং বিএনপির যে অধঃপতন হয়েছে, সেজন্য কেবল খালেদা জিয়াই দায়ী।

এ বিষয়ে বিএনপিপন্থী একাধিক রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, খালেদা জিয়া অল্পশিক্ষিত মানুষ। তাকে যে যেভাবে বুঝিয়েছে, তিনি সেভাবেই পরিচালিত হয়েছেন। অন্যের বুদ্ধি ধার করার জন্যই আজ তার এই পরিণতি। এছাড়া তিনি যদি সময়মতো তারেক রহমানকে আটকাতে পারতেন, তবে বিএনপিকে এতটা দুর্নাম সইতে হতো না। খালেদা জিয়া আসলে পুত্রের অপকর্মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তারা।