দর্পণ ডেস্ক : টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন জ্যোতিরা। আর এতেই নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের মূল পর্বের টিকিট।
এদিকে প্রথম সেমিতে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আয়ারল্যান্ডও। ২৫ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনালে আইরিশ মেয়েদের মুখোমুখি হবে লাল-সবুজরা। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১০২ রান করে থাইল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে ৩৪ রানের জুটি গড়েন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ফারজানা ১১ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানাও (১৭) ফিরে যান দ্রুত। এরপরই মুর্শিদা (২৬) আউট হলে কিছুটা চাপে পরে বাংলাদেশ।
শেষ দিকে রুমানা আহমেদের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় লাল-সবুজরা। রুমানা ২৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। রিতু মনি ১০ বলে ১৭ রান করেন।
পুঁজি অল্প, তাই শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন বোলাররা। দলীয় ১৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে থাইল্যান্ড। কিন্তু একাই প্রতিরোধ গড়েন নথাকান চানথাম। ৫১ বলে ৬৪ রান করেন তিনি। অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় থাইদের। সালমা খাতুন ৩ আর সানজিদা ২ উইকেট নেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.