আন্তর্জাতিক ডেস্ক :
ধারণা করা হচ্ছে, ৪২ বছর বয়সী পিটা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ফলে সব প্রত্যাশাকে ছাড়িয়ে মুভ ফরোয়ার্ড পার্টি থাই পার্লামেন্টের নিম্ন-কক্ষের ৫০০ আসনের মধ্যে ১৫১টি আসনে জয়লাভ করেছে।
পিটা লিমজারাট দেশটির এক ধনী পরিবারের সদস্য। তার পরিবারের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পিটার বাবা ছিলেন থাইল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। পাশাপাশি তার চাচা ছিলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতের ঘনিষ্ঠ সহযোগী।
থাইল্যান্ডের থামাসাট বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পিটা। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে করেছেন এমবিএ।
তবে সরাসরি রাজনীতিতে যোগদানের আগে পিটা তার বাবার ব্যবসায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি রাইড শেয়ারিং কোম্পানি গ্র্যাবের নির্বাহী পরিচালকও ছিলেন।
থাই অভিনেত্রী এবং মডেল চুটিমা টিনপানাটকে বিয়ে করেছিলেন পিটা। কিন্তু পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে সাত বছর বয়সী মেয়ে পিপিমকে নিয়ে একাই থাকেন পিটা লিমজারাট।
পিটার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ২০১৯ সালে ‘ফিউচার ফরোয়ার্ড পার্টি’ থেকে এমপি নির্বাচিত হওয়ার মাধ্যমে।
‘মুভ ফরোয়ার্ড’ পার্টি গঠন করে পিটা লিমজারাটকে নতুন নেতা নির্বাচন করা হয়।
পিটা লিমজরাটকে একসময় বলা হতো থাইল্যান্ড পার্লামেন্টের ‘উদীয়মান নেতা’ হিসেবে।