কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ার আনসান শহরের মাল্টিকালচার পার্কে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দূর দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন।
রাত ১২টা ১মিনিটে দূতাবাস পরিবারকে সংগে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। পরবর্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অফ সাউথ কোরিয়া, বংগবন্ধুর ফাউন্ডেশন, বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়া, ইপিএস বাংলা কমিউনিটি, দক্ষিণ কোরিয়া বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গবেষক, চাকুরী, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী প্রবাসীরা। এ সময় সকলে একযোগে আবেগময় কন্ঠে গাইতে থাকেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
পরিশেষে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম সবাই করোনা ভাইরাসের আতঙ্ক উপেক্ষা করে শহীদদের স্মরণে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে সতর্কতার সহিত থাকার অনুরোধ করেন।