ডাব্লিউএফপি তহবিলের অভাবের কারণে দেশটির কিছু অংশে রেশন বিতরণের কর্মসূচি স্থগিত করার কথা জানানোর পরে এ ঘটনা ঘটল।
জুন মাসে সংস্থাটি বলেছিল, খাদ্য বিতরণ চালিয়ে যেতে ৪২ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রয়োজন।
কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনসহ অন্যান্য সংকটের দিকে মনোনিবেশ করায় দক্ষিণ সুদানে বাড়তি সাহায্য পৌঁছেনি।
আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা মেদসঁ সঁ ফ্রতিয়েখের কর্মী সামি আল সুবাইহি বলেন, মৃত শিশুদের মধ্যে একজনের বয়স মাত্র পাঁচ বছর।
আরো পড়ুন>>
সামি আল সুবাইহি বলেন, ‘আমি একজন শিশুর মাকে তার পাঁচ বছর বয়সী ছেলের সদ্য খনন করা কবরের পাশে বসে থাকতে দেখেছি। তার অন্য তিনটি বাচ্চাও সবাই খুব রোগা ও দুর্বল। তারা কোনোমতে বানানো ছাউনির দরজায় বসে ছিল। ’
সুবাইহি আরো বলেন, বাস্তুচ্যুত লোকদের ওই শিবিরে বসবাসকারী ২০ হাজারেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
সূত্র: বিবিসি