স্টাফ রিপোর্টার : দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকায় নিজ নামে রিপোর্ট করায় দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোসাঃ সাথী খাতুনকে তার গেন্ডারিয়া থানাধীন বাসায় এসে অজ্ঞাতনামা দুই ব্যক্তি সপরিবারে হত্যার হুমকি দিয়ে যায়। গত ২২ অক্টোবর ২০২২ইং শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ভুক্তভোগী সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে বলে, কেন তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করেছে। উক্ত ব্যক্তিদ্বয় মোসাঃ সাথী খাতুনকে তার নাবালিকা সন্তান মানসুরা ইয়াসমিন চৌধুরীর সামনে গালাগাল ও হত্যার হুমকি দিয়ে বলে, যদি পুনরায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট তার নামে দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়- তাহলে তাকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী তার ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গেন্ডারিয়া থানায় একটি জিডি দায়ের করেন। গেন্ডারিয়া থানার জিডি নং-৯৯৩, তাং-২৪-১০-২০২২ইং।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.