ঢাকা: দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে করছে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)।
রোববার (৩০ জুলাই) ইসির সঙ্গে বৈঠকের পর এমন আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, আপনাদের সংবিধান তত্ত্বাবধায়ক সরকার অ্যালাউ করে না। এটি করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। ইসি এটা করতেও চায়, তারা এটা করতে পারবে না। কারণ এটি করার কোনো আইনি কাঠামো নেই। এই মুহূর্তে এটা করা সম্ভব নয়।
তিনি বলেন, আমি আমেরিকা সরকারের প্রতিনিধিত্ব করি না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দলের সদস্য হিসেবে আমরা মনে করি, এই সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।