গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় প্রতিবন্ধী এক নারী (৩৫)
ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষক একই গ্রামের হরেন্দ্র দাসের
ছেলে হরিদাস (৫৫)। ঘটনার পর হরিদাসের  ভাই কালীপদ বিষয়টি ধামাচাপা দিতে
উঠে পড়ে লেগেছে।

ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে
প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে সেই সুযোগে হরিদাস তাকে
ধর্ষন করে। ঘটনার পর ভিকটিম ওই নারীকে দশমিনা সদর হাসপাতালে নিয়া গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী রেফার করে। বর্তমানে ভিকটিম পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা: সেলিম মাতব্বর বলেন, ভিকটিমের
শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন বলেন,
’বিষয়টি আমি হাসপাতাল সূত্রে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।
হরিদাসকে ধরার চেষ্টা চলছে।’

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, বিষয়টি আমি
শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।