অনলাইন ডেস্ক : নিয়ামতপুরে দশম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালাতো বোন বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন।

বুধবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে স্থানীয় এক স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী খালার বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা একই গ্রামের সারোয়ার হোসেন তাকে একা পেয়ে মাঠের মধ্যে মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

জানা যায়, ভিকটিমের স্কুলে যাতায়াতের সময় প্রায় ৬ মাস ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত সরোয়ার। তারই জেরে সে এ ঘটনা ঘটনায়। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সারোয়ার হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ওসি আকরাম হোসেন জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক রয়েছে তবে তাকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।