ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল,
সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

রোববার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর
উত্তর এবং মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এ কর্মসূচি পালন করে। এর
মাধ্যমে অনেকদিন পর রাজধানীর রাজপথে দেখা মেলে যুদ্ধাপরাধের বিচারে কোনঠাসা
জামায়াতকে।

বিগত বছরগুলো জামায়াতের কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়লেও, রোববার নির্বিঘ্নেই মিছিল সমাবেশ করেন দলটির নেতারা। এসব কর্মসূচি থেকে কাউকে
গ্রেপ্তার, ভাঙচুর বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মিছিলগুলোতে
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ, মজলিশে শূরার সদস্য ছাড়াও মহানগরের নেতারা
অংশ নেন।

মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিমউদ্দিনের নেতৃত্বে মিরপুর-১
থেকে মিছিল করে টেকনিক্যাল মোড়ে গিয়ে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে
মতিঝিলের শাপলা চত্বর মিছিল হয়।

মিছিল থেকে ভারতে মুসলিম নিধন, সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করার দাবিতে
প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়। বিতর্কিক নাগরিক আইন প্রত্যাহারের
দাবি জানানো হয়।

সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেছেন, দিল্লীর সহিংসতায়
গুজরাট ‘মডেলে’ মুসলমানদের ওপর বেছে বেছে হামলা হয়েছে। মোদি সরকার
সংখ্যালঘুদের রক্ষা করেনি বরং হামলায় সহযোগিতা করেছে দিল্লি পুলিশ।
পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় মদদে মুসলমানদের গণহারে হত্যা করা হচ্ছে। মসজিদে
উগ্রবাদীরা আগুন দিচ্ছে।