ঢাকা: ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন আহ্বান করেছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতের স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ে আইন, সমাজবিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার সাইন্স, ইলেকট্রনিক সাইন্স, ন্যাচারাল সাইন্স, ব্যবস্থাপনা, চারুকলা, সংগীত, সাংবাদিকতাসহ অন্তত পাঁচশ’ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এটি পরিচালিত হবে এ বিশ্ববিদ্যালয়ের অধীন ৭০টি কলেজের ১৬ অনুষদ, ৮৭ বিভাগ ও ১৬ কেন্দ্রে।

২০২০-২১ শিক্ষাবর্ষে বিদেশী শিক্ষার্থীদের জন্য এ আবেদন শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি। আগ্রহী শিক্ষার্থীরা www.fsr.du.ac.in এ লিংকে প্রবেশ করে ভর্তির আবেদন ও যাবতীয় তথ্য জানতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী নিবন্ধন শাখায় যোগাযোগ করা যাবে। ইমেইল fsradmissions@du.ac.in, মোবাইল +91-11-27666756। এছাড়া, http://www.du.ac.in লিংকে তথ্য পাওয়া যাবে।

বাংলাদশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসকেবি/এফএম