অনলাইন ডেস্ক :
ভারতের দিল্লীর বুরারি এলাকা থেকে রবিবার সকালে এক বাড়ি থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, মৃতদের কারো কারো দেহ ঘরের ছাদ থেকে ঝুলছিল । আর কারো কারো দেহ চোখ-মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় নিচে শোয়ানো ছিল। পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে।
এক পুলিশ কর্মী জানিয়েছেন, মৃত নারীদের মধ্যে একজনের বয়স ৭৫। বাকিরা সভাই অপ্রাপ্তবয়স্ক। পরিবারটির একটি মুদি দোকান ও আসবাবপত্রের ব্যবসা ছিল।
সাধারণত সকাল ৬টার দিকেই তারা দোকান খুলতেন।
কিন্তু আজ ৭.৩০ বেজে যাওয়ার পরেও দোকান বন্ধ ছিল। তখন তাদের এক প্রতিবেশী এ ব্যাপারে খোঁজ নিতে গেলে তাদের ছাদ থেকে ঝুলতে দেখেন ও পুলিশে খবর দেন।
পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। তারা জানিয়েছে, আমরা সব সম্ভাব্য দিক বিবেচনা করছি। কোন কিছুই বাদ দিচ্ছিনা। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনডিটিভি।