ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) :

বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’ বুধবার (১৯ জুলাই) রাতে চ্যানেল ২৪-এ আত্মপ্রকাশ করে ইতিহাস সৃষ্টি করেছে।

গত বেশ কয়েক মাস ধরে চ্যাটজিপিটি ও মিডজার্নির মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মাধ্যমগুলো অনেক খাতে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কয়েকটি দেশে সংবাদ উপস্থাপনেও ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) ৯ জুলাই ‘লিসা’ নামে এআই সংবাদপাঠককে সামনে আনে, যা ছিল ভারতের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপক।

এরপর ভারতের ‘পাওয়ার টিভি’ নামে কন্নড়ের একটি চ্যানেল সম্প্রতি নিজস্ব এআই উপস্থাপক ‘সৌন্দর্য’ ব্যবহার করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া ২০১৮ সালে বিশ্বের প্রথম এআই সংবাদ উপস্থাপক ব্যবহার শুরু করেছিল। তবে, ভারতে এই বছরের এপ্রিলে আজতক নিউজ চ্যানেল তাদের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘সানা’কে সামনে আনে, যা দক্ষিণ এশিয়ার প্রথম এআই সংবাদ উপস্থাপক ছিল।

এছাড়া চীন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কুয়েতসহ এশিয়ার কয়েকটি দেশের টেলিভিশন চ্যানেলে এআই সংবাদ উপস্থাপক প্রদর্শন করা হয়েছে।

এই ডিজিটাল জগতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সন্ধ্যা ৭টার বুলেটিনে ‘অপরাজিতা’ সামনে নিয়ে আসেন, যা একটি প্রতিবেদন উপস্থাপন করে।