দর্পণ ডেস্ক : দেশে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এ চুক্তি সই হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুক্তাদির স্বাক্ষর করেন। চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তি সই শেষ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চুক্তি অনুযায়ি প্রতি মাসে ৪ কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে ইনসেপ্টা। চীন থেকে বাল্ক উপাদান এনে এখানে ফিনিস টিকা প্রস্তুত করা হবে। টিকা উৎপাদন শুরু হতে তিন মাস সময় লাগবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, প্রথম ধাপে সরকার যে পরিমান টিকা চাইবে তা তারা উৎপাদন করবে।
টিকার দামের বিষয়ে তিনি বলেন, চীন থেকে যে দামে কেনা হয়েছে তার চেয়ে দাম কম হবে। তবে তা আলোচনা করে ঠিক করা হবে।