শনিবার দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঐ দুই পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আহত অবস্থায় মাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মা মেয়ে নিহতের ঘটনায় স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুতই এ মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হবে বলেও তিনি জানান।