অনলাইন ডেস্ক : ‘প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, গৃহিণীকে রাস্তাঘাটে, ঘরে-বন্দরে, এমনকি যানবাহনের ভেতরে যৌন নিপীড়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেয়া হচ্ছে। এসব ঘটনা দিন দিন বাড়ছেই। এটি কিসের ফল? ’
এটা সমাজের ভেতরে নীতি-নৈতিকতার অবক্ষয়ের ফল উল্লেখ করে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে প্রতিটি পাড়া-মহল্লায় লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। নারী নির্যাতন প্রতিরোধের এই সমাবেশের আয়োজন করে সিপিবির নারী সেল।
তিনি বলেন, আতঙ্কের বিষয় হচ্ছে কোথাও মা-বোনকে নিয়ে নিরাপদে চলা যায় না। হায়েনার দলগুলো যে কোনো সময় হামলে পড়তে পারে। যথাযথ শাস্তির বিধান করে এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সে কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।
সেলিম বলেন, প্রতিবাদ ও বক্তৃতায় কোনো কাজ হবে না। আসল কাজ হলো আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান সব মানুষকে আহ্বান জানাই, পাড়া-মহল্লা ও প্রতিষ্ঠানে আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন।
সিপিবির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি নেতা অধ্যাপক এ এন রাশেদা, মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, শ্রমিক নেতা জলি তালুকদার প্রমুখ।