রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের।
আরো পড়ুন>
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গয়না পরানোও হয়েছে কনেকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি।
বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন অনলাইনে। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানান।
সূত্র: হিন্দুস্তান টাইমস, জিও নিউজ