দর্পণ ডেস্ক : ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে। এই সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত। তার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ আছে ভারতের। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি উইন্ডিজ সিরিজের আগে বিশ্রাম নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলবেন তিনি। তবে দুই সিরিজ থেকেই বাদ দেয়া হয়েছে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনিকে।
ধোনির বদলে ভারতীয় টি-২০ দলে নেয়া হয়েছে ঋষভ পান্তকে। তিনি ইংল্যান্ড এবং ঘরের মাঠে টেস্ট সিরিজে ভালোই করেছেন। আগামী বছর বিশ্বকাপ সামনে রেখে তাকে প্রস্তুত করার কথা চিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকায় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ধোনিকে বাদ দেয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘ঘরর মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না ধোনি। কারণ আমরা দ্বিতীয় উইকেটরক্ষক তৈরির চিন্তা করছি। সে কারণে দলে ঋশভ পান্ত এবং দিনেশ কার্তিকে নেয়া হয়েছে। এতে করে তারা ব্যাটিং এবং কিপিং করার সুযোগ পাবে।’
উইন্ডিজের বিপক্ষে ভারতের টি-২০ দল- রোহিত শর্মা (অধি.), শেখর ধাওয়ান, কেএল রাহুল, দিনেশ কার্তিক, মানিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, ঋশভ পান্ত, ক্রুনাল পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাজ নাদিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-২০ দল- বিরাট কোহলি (অধি.), রোহিত শর্মা, দিনেশ কার্তিক, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, ঋশভ পান্ত, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডে, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, খলিল আহমেদ।