সাভার প্রতিনিধি : নিম্ন আয়ের অর্ধশিক্ষিত পোশাক শ্রমিকর ও মজুরদের অসচেতনাকে টার্গেট করে ঢাকার অতি সন্নিকেটের সাভার উপজেলার হেমায়েতপুরে গড়ে উঠেছে নকল ঔষধের জমজমাট ব্যবসা ।
বিখ্যাত স্কয়ার কোম্পানির এক সেকলোই পাওয়া যায় এখানে তিন রকমের স্বাদ ও গন্ধে! অনুসন্ধানে জানা যায় সেকলো সহ অনেক জনপ্রিয় ব্রান্ডের ঔষধই নকল করা হচ্ছে ।
নকল আর ভেজাল ঔষধের ভয়ংকর সিন্ডিকেট গড়ে উঠেছে এখানে।
সবচেয়ে মজার ব্যপার হল প্রতিটি ফার্মেসির সেলস্ ম্যানকেই তারা ডাক্তার বলে সম্মোধন করে আর এরই সুযোগে এখানে ওখানে ব্যঙ্গের ছাতার মত গড়ে ওঠা ফার্মেসিতে দিব্যি চলছে নকল ঔষধের জমজমাট ব্যবসা তারা নিম্নআয়ের মানুষদের কাছে এসব ঔষধ বিক্রি করছে দেদারছে। আর এসব নকল ঔষধ সেবন করে এখানকার প্রায় অর্ধেকের বেশি মানুষ পেটের পীড়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়ম অনুযায়ি ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ ব্যবসা অবৈধ হলেও খোজ নিয়ে জানা যায় সাভার হেমায়েতপুরের মোট ২৮৮টি ফার্মেসির মধ্যে হাতে গোনা ১৫-২০টি ফার্মেসির লাইসেন্স থাকলেও বাকি সবগুলোই অবৈধ।

এ ব্যপারে ঔষধ প্রশাসন অধিদপ্তরে যোগাযোগ করে সুনির্দিষ্ট তথ্য দেয়া হলেও যে কোন সময় অভিযান পরিচালিত হবে বলে জানালেও তেমন কোন কার্য্যক্রম পরিচালিত হতে দেখা যায় নি তাই জনমনে প্রশ্ন জেগেছে এই অবৈধ নকল আর ভেজাল ঔষধের ব্যবসা কতদিন চলবে?

এলাকাবাসির অভিমত দ্রুত এ ব্যপারে অভিযান পরিচালিত করে এসব নকল ও লাইসেন্স ছাড়া অবৈধ ঔষধ ব্যবসায়িদের আইনের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা হোক।