সোমবার, ২৫ জুলাই এই অভিযোগে রণবীরের বিরুদ্ধে এফআইআর-এর জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এক পুলিশ কর্তকর্তা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব মুম্বাই শহরতলীর একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা চেম্বুর থানায় এফআইআর আবেদনটি জমা দিয়েছেন।
অভিযোগকারী বলেছেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’।
অভিযোগকারী তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মুখ খুলেননি রণবীর সিং।