তোফাজ্জল হোসেন, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার শ্রী শ্রী মহাতীর্থ রামপুর কালীবাড়ি শ্মশানঘাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক্ প্রাথমিক শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী মহাতীর্থ রামপুর কালীবাড়ি শ্মশানঘাট পরিচালনা পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও নরসিংদী জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার এসেসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রাণবন্ধু বণিক প্রমূখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ডা. তপন কুমার বণিক। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত প্রাক্ প্রাথমিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র প্রধান ও শিক্ষক জয়ন্ত বণিক।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারি পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় আমাদের এই কার্যক্রম সমগ্র বাংলাদেশে সম্প্রসারিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী শিশু শিক্ষার্থীদের অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষাদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। বয়স্ক শিক্ষার্থীদেরকে নিরক্ষরতা মুক্ত করে উন্নত জীবন যাপন সম্পর্কে সচেতন করা হচ্ছে।
শিক্ষা কেন্দ্রটি উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, পেন্সিলসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত-শত নারী পুরুষ উপস্থিত ছিল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.