দর্পণ ডেস্ক : এফসি বার্সেলোনা স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে শুরুতে এগিয়েও এক সময় হারের শঙ্কায় পড়েছিল। তবে শেষদিকে তিন মিনিটের জাদুতে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আরনেস্তো ভালভার্দের দল।

শনিবার লুইস সুয়ারেজের জোড়া গোলে ভায়োকানোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে অপরাজিত বার্সা। আর ভায়েকানোর বিপক্ষে ১২ ম্যাচে অপরাজিত তারা। সর্বশেষ ২০০২ সালে এই দলটির বিপক্ষে হার দেখে কাতালানরা।

ম্যাচের ১১তম মিনিটে কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। জর্ডি আলবার কাটব্যাক থেকে সুয়ারেজের নেয়া শট একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৩৫তম মিনিটে সমতায় ফেরে ভায়েকানো। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিয়ার্ড মিডফিল্ডার হোসে পোসো। ৪১তম মিনিটে সুয়ারেজের জোরালো শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহাকে তুলে নিয়ে উসমান দেম্বেলেকে নামান কোচ।

অন্যদিকে, বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো গার্সিয়া। ৫৭তম মিনিটে ডি টমাসের হেড পোস্টে লাগলে ফিরতি বল অনায়াসে জালে পাঠান এই স্প্যানিয়ার্ড মিডফিল্ডার। নির্ধারিত সময়ের শেষ তিন মিনিটে পাল্টে যায় চিত্র। উসমান দেম্বেলের সমতা ফেরানো গোলের পর জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ৮৭তম মিনিটে জেরার্ড পিকের হেড থেকে বল পেয়ে যান দেম্বেলে। নিচু হাফ ভলিতে গোলটি করেন বদলি নামা এই ফরাসি ফরোয়ার্ড। ৯০তম মিনিটে সার্জিও রবার্তোর ক্রসে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করা উরুগুয়ের এই স্ট্রাইকারের এবারের লীগে এটি নবম গোল। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের ফিরতি লেগে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। লা লিগায় ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে শীর্ষ দল বার্সেলোনার পয়েন্ট ২৪।