জাহিদুর রহমান চৌধুরী সুজন, নাটোর : নাটোরের নাটোর-বগুড়া মহাসড়ক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক ড্রাইভারের নির্মম মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিংড়া উপজেলার খেজুর তলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পঞ্চগড় থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। পথে খেজুর তলা এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখে নিচ থেকে সাইদুর রহমানকে বের করে। ততক্ষণে সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। সাইদুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার হান্দ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজওয়ানুল ইসলাম জানান, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।