লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের খেলায় কানাইখালী ক্রীড়া চক্র ছয় উইকেটে শাওন স্মৃতি সংঘকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে খেলার শুরুতে টসে জিতে শাওন স্মৃতি সংঘ ব্যাট করতে নেমে ২৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মোট ৯৫ রান সংগ্রহ করে। জবাবে কানাইখালী ক্রীড়া চক্র মাঠে নেমে মাত্র ১৬ ওভারে ছয় উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় কানাইখালী ক্রীড়া চক্রের সুমন ব্যাক্তিগত ২১ রান সংগ্রহ ও চারটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা ক্রীড়া সংস্থা আয়োাজিত এই দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে জেলার মোট ১৬ টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাজ্জাকুল ইসলাম, জজ কোর্টের পিপি মোঃ সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও ক্রীকেট কোচ মোঃ মোস্তাফিজুর রহমান টুলু।