নাটোর প্রতিনিধি :
নাটোরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে নাটোর জেলা মানবাধিকার কমিশন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক দিয়ে উত্তরা সুপার মার্কেট হয়ে কানাইখালী এলাকা ঘুরে আবারও কমিশন অফিসের সামনে এসে শেষ হয়। পরে অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী, কার্যকরি সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুক্তার হোসেন, নাটোর পৌর শাখার সভাপতি প্রকৌশলী মোঃ সেলিম আহমেদ এবং নাটোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম।