লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
সকালে হাঁটাহাঁটির বিকল্প হিসেবে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা জাজশীপের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন পেশার লোকজন প্রতিদিন ফুটবল খেলে থাকেন। তারই ধারাহিকতায় জেলা জাজশীপ রাইজিং সান নামে এবং স্থানীয় বিভিন্ন পেশার লোকজন মর্নিং স্টার নামে দু’টি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ বুধবার অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে জেলা জাজশীপ বিজয়ী হয়। রাতে আনন্দ ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান সরকার, মোঃ রবিউল ইসলাম, মোঃ আসাফ উদ দৌলা, সুলতান মাহমুদ, হুমায়ন কবির, শামসুল আল আমিন, মোমিনুল ইসলাম, মনিরুজ্জামান, খোরশেদ আলম, উজ্জল মাহমুদ, রফিকুল ইসলাম, খোকন হোসেন, আখতার জাভেদ ও তারিকুল আলম। পরে সদ্য পদোন্নতি জনিত কারণে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী মহোদয়কে সম্মিলিতভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়।