নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে প্রেসক্লাব থেকে বাড়িতে ফেরার পথে যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা, ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুদাসপুর থানা থেকে মাত্র একশ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, শুক্রবার সকালে এ ঘটনার প্রতিবাদে গুরুদাসপুর থানার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, রাতে তিনি মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে গুরুদাসপুর পাইলট হাইস্কুলের পশ্চিমে গেলে মাদক ব্যবসায়ী সামছুল প্রামাণিকের নেতৃত্বে ৬-৭ জন যুবক অন্ধকারে তার ওপর আকস্মিক হামলা করে। এতে তিনি মোটর সাইকেল থেকে রাস্তার উপরে পড়ে গেলে হামলাকারীরা তাকে হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতাসপুর হাসপাতালের আরএমও ডা. রবিউল করিম শান্ত জানান, তার বাম চোখের পাশে একটি গভীর ক্ষত আছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম রয়েছে। বাম হাতটি ভেঙ্গে গেছে বলে মনে হচ্ছে। এক্স-রে করলে সঠিকভাবে বোঝা যাবে। এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুরুদাসপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠণের উদ্যোগে যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদের উপর হামলার প্রতিবাদে থানার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনকালে আলী আক্কাসের সভাপতিত্বে চলনবিল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আত্হার হোসেন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রুখসানা আক্তার, প্রথম আলোর আনিসুর রহমান, ভোরের কাগজের প্রভাষক মাজেম আলী, গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম, মানবকন্ঠের জালাল উদ্দিন, মোহনা টেলিভিশনের মিজানুর রহমান, করতোয়ার নাজমুল হাসান বক্তব্য রাখেন। এছাড়া সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠণিক সম্পাদক আবুল কাশেম সরকার সাংবাদিকদের দাবীর প্রতি একাতœতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধন শেষে অবিলম্বে দিল মোহাম্মদের উপর হামলাকারীদের বিচারের দাবী জানানোর পাশাপাশি তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।