লালপুর (নাটোর) প্রতিনিধি : ‘স্মার্ট ফোনের আসক্তি পড়াশোনার ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, কামরুজ্জামান লাবলু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম , বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছারুল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।