মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোর র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা রেলস্টেশন এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ ৩ মহিলা ও ১ পুরুষ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।
আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নাকুরগাছী গ্রামের মৃত-সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহেনা বেগম(২৬), ঐ গ্রমের আঃ আলিমের স্ত্রী মোছাঃ শিউলী বেগম (৩০), ঐ থানার পশ্চিম ইছালা গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম(৪৮), এবং গোপালপুর গ্রামের মৃত কার্তিক সিং এর ছেলে শ্রী হেরন সিং(২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উদ্ধারকৃত মালামাল-০৫কেজি গাঁজা, ০৫টি মোবাইল ফোন, ০৯টি সীমকার্ড, ০৫টি মেমোরীকার্ড এবং ০১টি প্লাষ্টিকের ব্যাগ ।
কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানায় উপরোক্ত ঘটনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল- হাজতে প্রেরণ করা রয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.