দর্পণ ডেস্ক : ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান আর্নল্ড শোয়ার্জনেগারের মেয়ে ক্যাথরিন শোয়ার্জনেগার। মেয়ের নাম রেখেছেন লায়লা মারিয়া শোয়ার্জনেগার প্র্যাট। ক্যাথরিন ও অভিনেতা ক্রিস প্র্যাট দম্পতির প্রথম সন্তান এটি।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার নাতনিকে দেখতে ক্যাথরিনের বাড়ি গিয়েছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। এ সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন তিনি। ছবিতে দেখা যায়- একটি ইন্ডিয়ান মোটরসাইকেল ড্রাইভ করে আসছেন তিনি। পরনে রাইডিংয়ের পোশাক। গায়ে চামড়ার জ্যাকেট, লম্বা বোট, হাতে গ্লোভস, মাথায় হেলমেট, চোখে রোদ চশমা। ঠিক যেন সেই পর্দার অ্যাকশন হিরো।
২০১৯ সালে বিয়ে করেন ক্যাথরিন শোয়ার্জনেগার ও অভিনেতা ক্রিস প্র্যাট। নতুন অতিথির আগমনে দারুণ খুশি এই দম্পতি।