নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হোলি ফেব্রিক্স নামে একটি ডাইং কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ডাইং করার ফেব্রিক্স ও মেশিনারি।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজিগঞ্জ ও ফতুল্লার তিনটি স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের একজন কর্মী।

হোলি ফেব্রিক্স ডাইংয়ের পরিচালক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ৪৫ মিনিট পরে আসে। আসতে দেরি করায় সাবকন্টাকে কাজ করা ২০ লাখ টাকার ফেব্রিক্স ও প্রায় ৫০ লাখ টাকার মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে।’

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘ছয়টি ইউনিট একযোগে কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেলায়েত হোসেন নামে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত