অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ সখিনা খাতুন হত্যাকাণ্ডের মামলায় তার স্বামী বাবুল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। রায়ে বাবুল মিয়াকে মৃত্যুদণ্ড ছাড়াও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিহত সখিনা খাতুন রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের তমিজউদ্দিনের মেয়ে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি রকিব উদ্দিন আহমেদ জানান, পেশায় মুদি ব্যবসায়ী বাবুল ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০০৪ সালের ১৫ মে রাতে স্ত্রী সখিনাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত সখিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তিনি মারা যান। এ ঘটনায় সখিনার বাবা তমিজ উদ্দিন বাদি হয়ে রূপগঞ্জ থানায় বাবুল, তার বাবা, মা, ভাই-বোনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে বাবুল মিয়াকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়।
মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। ঘটনার পর থেকেই আসামি বাবুল মিয়া পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষ এবং নিহতের স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।