দর্পণ ডেস্ক : সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা এশিয়া কাপে অংশ নেয়া সাতটি দেশের খেলোয়াড়, কোচ, ম্যাচ অফিসিয়ালসহ ২০০ জনকে উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার ও সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশি জানিয়েছেন, স্মারক হিসেবে দেওয়া হবে পার্স- মানিব্যাগ-চাবির রিংসহ বেশ কিছু উপহার।
৭ দেশের নারী ক্রিকেটার-কোচ হতে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ও ডেলিগেটদের এই উপহার দেওয়া হবে।
গিফট প্যাকে অন্যান্য সামগ্রীর সঙ্গে নারী ক্রিকেটারদের জন্য থাকছে গোলাপি রংয়ের পার্স। এসিসি ডেলিগেটদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং এবং এসিসি, বিসিবি ও আইসিসি অফিসিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগসহ কলম, মানিব্যাগ ও চাবির রিং।
কোরেশি বলেছেন, ‘ইতোমধ্যে আমরা ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব জিনিস তৈরির অর্ডার দিয়েছি। সেখান থেকে কয়েকদিনের মধ্যে এগুলো পেয়ে যাবো। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এসব উপহার দেওয়া হবে। উপহারের গায়ে আমাদের সংস্থার নাম যাবে।’
বাংলাদেশ প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের আয়োজক হয়েছে। এই প্রথম কোনও ইভেন্টে ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী। সাধারণত কোনও টুর্নামেন্টে অংশ নিলে প্রাইজমানি, ম্যাচ ফি পান ক্রিকেটাররা। এবার যোগ হচ্ছে বাড়তি কিছু। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল যুক্তরাষ্ট্র থেকে সিলেটে ফিরলেই উপহারগুলো সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন কোরেশি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.