নিউইয়র্কের মুক্তধারা কার্যালয়ে দুইদিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত লেখকদের প্রকাশিত বই নিয়ে এই মেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট লেখক এবং প্রাবন্ধিক ড. আবেদীন কাদের। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন লেখক আদনান সৈয়দ।
২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় একুশে গ্রন্থমেলাটি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্য দিয়ে দুদিনের মুক্তধারা একুশে গ্রন্থমেলার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের প্রথম দিনে গ্রন্থমেলার মূল আলোচনায় ছিল একুশে ফেব্রুয়ারি দিনটির তাৎপর্য, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে।
এতে আলোচনায় অংশ নেন লেখক, সাংবাদিক মনজুর আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক ফাহীম রেজা নূর, কবি ফকির ইলিয়াস, কবি ফারহানা ইলিয়াস তুলি, কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন, প্রাবন্ধিক আবেদীন কাদের, লেখক, গবেষক ওবায়দুল্লাহ মামুন, গল্পকার স্মৃতি ভদ্র, , লেখক রওশন হক, লেখক মনিজা রহমান, লেখক আদনান সৈয়দসহ আরো অনেকেই। আলোচনা পর্বটি পরিচালনা করেন লেখক এবং প্রাবন্ধিক হাসান ফেরদৌস। উপস্থিত আলোচকগণ একুশে ফেব্রুয়ারি দিনটি নিয়ে তাদের স্মৃতি তুলে ধরেন এবং একই সঙ্গে শহীদ দিবসের তাৎপর্য নিয়েও তাদের মতামত দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তোফাজ্জল লিটন, সাংবাদিক আকবর হায়দার কিরন, সংগঠক শেখ শোয়েব সাজ্জাদ, আলোকচিত্রশিল্প এবং সাংবাদিক নিহার সিদ্দিকীসহ আরো অনেকেই।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল স্বরচিত কবিতা এবং নতুন প্রজন্মদের বাংলা ভাষা চর্চায় অভিবাবকদের ভুমিকা নিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লেখক আদনান সৈয়দ। কবি শামস আল মমীন এর সদ্য প্রকাশিত গ্রন্থ ‘অনেক রাত জেগে থাকার পর’ থেকে একটি কবিতা পাঠ করে শোনান কবি স্বপ্ন কুমার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি রানু ফেরদৌস, কবি উইলি মুক্তি, কবি আশফাক হাসান, কবি শফিকুল ইসলাম। লেখক আবেদীন কাদের অনুদিত কবি অক্টভিও পাজ এর একটি কবিতা ( আকাশ কুসুম) পাঠ করে শোনান কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচিত হয় প্রবাসে বাঙালি প্রজন্মদের মুখে বাংলা ভাষা এবং সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে। এই আলোচনায় অংশ নেন লেখক ফাহীম রেজা নূর, প্রাবন্ধিক আবেদীন কাদের, লেখক রানু ফেরদৌস, লেখক রিমি রুম্মান, লেখক রওশন হক, কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন, প্রাবন্ধিক হাসান ফেরদৌস, কবি শফিকুল ইসলাম, শিল্পী এবং সংগঠক অর্ঘ্য সারথী শিকদারসহ অনেকেই।
একুশ শুধু একটি দিন নয়। একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে আমাদের নতুন প্রজন্মদের শিরা উপশিরায়। এই মন্ত্রে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির বিশ্বায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ২১শে ফেব্রুয়ারি ১২টা ১ মিনিট) মুক্তধারা এবং বাঙালি চেতনা মঞ্চ ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরের সামনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য, মুক্তধারা নিউইয়র্ক এবং বাঙালি চেতনা মঞ্চ ১৯৯২ সাল থেকে জাতিসংঘের সামনে শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি