অনলাইন ডেস্ক :
নারীদের অভিনব যৌন হয়রানির এই ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। সেখানকার এক গেস্টহাউস মালিক নারীদের স্নানঘরের শ্যাম্পুর বোতলে গোপনে ক্যামেরা লাগিয়ে রেখে দিতেন। নারী অতিথিরা যখন স্নান করার জন্য প্রবেশ করতেন তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেকর্ড করত। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের হকস বে এলাকার এই যৌন সাইকোপ্যাথ অবশেষে ধরা পড়েছে।

২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোপনে ৩৪ নারীর ২১৯টি ভিডিও ভিডিও পর্নো সাইটে আপলোড করেছিলেন ওই ব্যক্তি। এমনকি কিছু ভিডিও চিত্রের ক্ষেত্রে লিখিত বর্ণনাও দেওয়া হয়েছিল। প্রতারণার শিকার নারীদের অধিকাংশের বয়স ২৫-৩০ বছর কিংবা তার নিচে।
শ্যাম্পুর বোতলে থাকা ক্যামেরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালু করতেন গেস্টহাউসে থাকা কোনো নারী স্নানঘরে প্রবেশ করে স্নান শুরু করলেই। সুযোগমতো শ্যাম্পুর বোতল সরিয়ে নিয়ে সেসব খোলামেলা কিংবা নগ্ন ভিডিও চিত্রগুলো কম্পিউটারে রেখে দিতেন।

অবশ্য ইতিমধ্যে পুলিশ পর্নো সাইটে আপলোড করা ভিডিও চিত্রগুলো মুছে ফেলতে শুরু করেছে।

সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড হতে পারে অভিযুক্ত ব্যক্তির চূড়ান্ত রায়ে।সূত্র: বিবিসি