অনলাইন ডেস্ক : নিজের বিরুদ্ধেই মামলা করলো পুলিশনিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’ বিচারসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এতে বাদ যাচ্ছে না পুলিশ ও গণমাধ্যমের যানবাহনও।
বৃহস্পতিবার (২ আগস্ট) পুলিশের একটি প্রাইভেটকার আটকে কাগজপত্র দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় সেখানে ছিল ট্রাফিক পুলিশের সদস্যরাও।
একটি ভিডিওতে দেখা যায়, ছাত্ররা পুলিশের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঙ-১১-১০১৬) আটকে কাগজপত্র আছে কিনা জানতে চায়। এরপর ট্রাফিক পুলিশের এক সদস্য এসে গাড়িটির চালক পুলিশ কনস্টেবলকে বলছেন, ‘আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। ভেতর থেকে চালক কনস্টেবল কী বলছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না।
পরে ওই ট্রাফিক সদস্য তাকে বলছেন, ‘বের হন, মামলা দেবো। গাড়ি সাইড করেন। এরপর পুলিশের ওই গাড়িচালক নেমে যান। ওই গাড়ির বিরুদ্ধে মামলা দেন পুলিশ সার্জেন্ট। এ সময় শিক্ষার্থীরা উল্লাস করে চিৎকার করে ওঠেন।
নিজের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ
নিজের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ
Posted by Bangla Tribune on Thursday, 2 August 2018