দর্পণ ডেস্ক : নিজ উপজেলা শাহজাদপুরে ফুল দিয়ে বরণ করা হয়েছে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ছাদখোলা জিপে ঢাকা থেকে শাহজাদপুরে পৌঁছান তিনি। এ সময় স্লোগান আর ঢোলের বাদনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথের দুই ধার থেকে হাজারো নারী-পুরুষ তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন।
আঁখির বাড়ি ফেরার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে তাকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ্য সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, নারীদের পথচলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী। এই সাফল্যের যাত্রা যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বাংলাদেশ বিশ্বজয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের ধারা অব্যাহত রাখতে হবে। নারী ফুটবলারদের হাত ধরেই দেশের ফুটবল আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সভায় আঁখির বাবা মো. আকতার হোসেন বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আজ আঁখির সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকে যে আঁখিকে দেশ বিদেশে চিনছে সেই আঁখি খুব সহজে তৈরি হয়নি। সামাজিকভাবে ও প্রতিবেশীদের দ্বারা বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। বহু মানুষের উপহাস ও কটাক্ষের শিকার হতে হয়েছে।’
বিশাল আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আঁখি খাতুন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতাতেই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সামনে আরও এগিয়ে যেতে চাই। এমন জয় ও আজকের আয়োজনে আমি সত্যিই খুব আনন্দিত।’
এ সময় ফুটবলার আঁখি খাতুন বলেন, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ আমার খুশির দিন। সংবর্ধনা দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আমাদের মনোবল দৃঢ় করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা আঁখিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদ ও আঁখির বাবা আক্তার হোসেন প্রমুখ।