অনলাইন ডেস্ক : নিরাপদ সড়কের দাবীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের
পটুয়াখালী চৌরাস্তা এলাকা প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে পটুয়াখালী জেলা
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে তীব্র
যানজটের সৃষ্টি হয়।
নিরাপদ সড়ক এবং ঢাকায় বাস চাপায় নিহত মীম ও রাজিবের ঘাতক বাস চালকদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে -‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, মায়ের
চোখে কান্না, আর না, আর না’-শ্লোগান দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পটুয়াখালী শহর। বৃহস্পতিবার
(২আগষ্ট) সকাল থেকে প্রেসক্লাব চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ
করেছে এসব শিক্ষার্থীরা। এর আগে সকাল ৮টা থেকে সরকারী জুবিলী উচ্চ
বিদ্যালয়ের ছাত্র’রা শহরের সিঙ্গারা পয়েন্ট এলাকায় বিক্ষোভ করতে শুরু
করে। পরে তাদের সাথে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যুক্ত হলে তারা
শহের চৌরাস্তায় অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে
থাকে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে না পেরে
মহাসড়কের উপর বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বাসসহ সব
ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল-ঢাকা
রুটসহ অভ্যন্তরীণ সকল রুটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলা
১টা’র কিছু পরে পটুয়াখালী জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ পুলিশের
উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
পটুয়াখালী সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান,
পটুয়াখালীর সড়ক নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করা হবে। এমন আশ্বাসের
পর শিক্ষার্থীরা ফিরে যায়।