ছন্দে থাকলে গোল করাটাই তার কাছে সবচেয়ে সহজ কাজ। ছিপছিপে গড়নের দেহটাকে বাতাসে ভাসিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগকে লণ্ডভণ্ড করে দেন নেইমার। তবে কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় সেরা ফর্মে নেই তিনি। সেরা ফর্মে ফিরতে ঈশ্বরের অনুগ্রহ কামনা করছেন ব্রাজিল জিনিয়াস।

রাশিয়া বিশ্বকাপের সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে খুব একটা খুঁজে পাওয়া যায়নি নেইমারকে। সার্বিয়ার বিপক্ষে সমীহ জাগানো ফুটবল খেললেও ‘নেইমারিই’ ব্যাপারটা ঠিক ছিল না। কোয়ার্টার ফাইনালে উঠতে আজ সেই নেইমারে দিকেই তাকিয়ে তার দল ব্রাজিল। সামারা অ্যারেনায় শেষ আটে উঠতে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।

দ্বিতীয় রাউন্ডে নামার আগে বেশ খানিকটা বিশ্রাম পেয়েছে ব্রাজিল দল। মেক্সিকান ওয়েভকে থামাতে দৃঢ় প্রতিজ্ঞ কুতিনহো-উইলিয়ান-পলিনহোরা। এই মুহূর্তে ব্রাজিল দলে চিন্তার নাম নেইমার। পিএসজি তারকা ছন্দে থাকলে তো ব্রাজিলের জয় ঠেকানো সাধ্য নেই মেক্সিকোর। কোচ তিতে আশা করছেন, সার্বিয়ার বিপক্ষে নেইমারের ভালো খেলার ধারাবাহিকতাটা মেক্সিকোর বিপক্ষেও অব্যাহত থাকবে।

সার্বিয়া ম্যাচের আগে কিছুটা ফিটনেসের সমস্যা থাকলে এরই মধ্যে সেটা কাটিয়ে উঠেছেন তিনি। দলটির ফিটনেস কোচ ফাবিও মাসেরেদিয়ানও জানিয়েছেন, নেইমারের ফিটনেস নিয়ে আর সমস্যা নেই। তিনি আশা প্রকাশ করেন যে, মেক্সিকোর বিপক্ষে গোলের দেখা পাবেন নেইমার।

সেরা ফর্মে ফেরার জন্য সমর্থকদের দোয়া চেয়েছেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে টুইটারে ব্রাজিল সেনসেশন বলেন, ‘ঈশ্বর আমাদের ওপর সহায় হোন এবং রক্ষা করুন।’