অনলাইন ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাশিয়ার কাজান শহরের মেয়র আইলাসার ম্যাস্টিন ঘোষণা দিয়েছেন হ্যাটট্রিক করলেই রাশিয়ায় এক খণ্ড জমি দেয়া হবে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা, পর্তুগাল বাদ পড়ে যাওয়ায় লিওনে মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশে ফিরে গেছেন। তারকা ফুটবলারদের মধ্যে নেইমারের ব্রাজিল টিকে আছে বিশ্বকাপে।
ব্রাজিলের জয়ে অসাধারণ খেলে যাচ্ছেন নেইমার। তারপরও নেইমারের কীর্তির প্রায় সবটুকুই ঢাকা পড়ে যাচ্ছে তার এভাবে বারবার পড়ে গিয়ে কাঁতরানোর দৃশ্যতে।
যে কারণে কাজানের এই মেয়র নেইমারের খেলার প্রশংসা করলেও তার মাঠে পড়ে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন।