দর্পণ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে বিধি মেনে বিভিন্ন জায়গায় চলছে বিয়ের অনুষ্ঠান। বিয়ে বাড়ি মানেই সেখানে ঘটবে নানা মজার ঘটনা। সোশ্যাল মিডিয়ার যুগে যা কিনা ভাইরাল হতেও সময় নেয় না। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেরকমই একটি ছবি।

ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, বাসররাতে রীতিমতো সাজগোজ করে খাটে বসে রয়েছেন নববধূ। অন্যদিকে, কম্পিউটারের সামনে বসে রয়েছেন বর। মাথার টোপরটিও পর্যন্ত খোলেননি। কিন্তু কী করছেন তিনি?

সে নিয়েই অনেকে কৌতূহল প্রকাশ করতে থাকেন। এরপরই ছবিটি নিয়ে মিম তৈরি হয়। এক নেটিজেন টুইট করে লেখেন, ‘একটু অপেক্ষা করো, আমি ইন্টারনেটে কী কী সার্চ করেছি, সেগুলো মুছে ফেলি আগে।’ কেউ আবার টুইট করেন, ‘একটু অপেক্ষা করো, টুইটারের নোটিফিকেশন এসেছে।’