অনলাইন ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার কেন্দুয়ায় লেখকের নিজ গ্রামে প্রতিষ্ঠিত অবস্থিত কুতুবপুর শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, কালো ব্যাজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।