অনলাইন ডেস্ক: আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশকে যদি আবার অন্ধকারে নিমজ্জিত করতে না চান, আবার দুর্নীতিতে ডোবাতে না চান তাহলে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই।

আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সব বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন। জেলকোড অনুযায়ী জেলখানার বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে। জেলের ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। এখানে চিকিৎসার ঘাটতির কি দেখলেন?