অনলাইন ডেস্ক :

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কমসূচি পালন করছে দলটি।

বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শুরু হয়েছে।

এদিকে, মানববন্ধনকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। এরপর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।