গোলাম রহমান, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে সমাজসেবী সংগঠন বদরপুর সমাজকল্যান সংস্থার আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে বদরপুর সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অহিদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি. এম শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ( জনতা ব্যাংক) সাধারন সম্পাদক মো. আরিফ হোসেন কামাল, স্বেচ্ছাসেবক কে. এম জাহিদ হোসেন, মো. ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বেচ্ছায় সামজিক উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রধানদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।