গোলাম রহমান, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের রাসÍার পাশের গাছকাটা শ্রমিকের ধারালো দায়ের আঘাতে সহকর্মী আরেক শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর ২ শ্রমিক।
আজ মঙ্গলবার(১৯ডিসেম্বর)সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়ীতে চড়ে গাছ কাটতে যাওয়ার সময় পটুয়াখালীর স্থানীয় বসাক বাজার এলাকায় পৌছলে কাওসার(২১)নামের শ্রমিকের হাতে থাকা গাছ কাটার ধারালো দায়ের আঘাতে জহিরুল(২২) নামের আরেক শ্রমিক নিহত হয়।এসময় সাইফুল(২৩)ও সাকিব(২০)নামের আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়।
নিহত শ্রমিক জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে।ঘাতক কাওসার একই এলাকার মো:বিশ্বাসের ছেলে বলে অন্য শ্রমিকরা জানান।
পটুয়াখালী পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান মো:মাসুদ জানান,শ্রমিকেরা প্রতিদিনের মতো আজকেও কাজে বের হয়েছে।তারা গাড়ীতে একসাথে সাতজন ছিল ।কাজে যাওয়ার পথে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিনা আমরা সঠিক জানিনা।গাড়ী চলন্ত অবস্থায় নিজেদের মধ্যে এ আক্রমনাত্বক ঘটনা ঘটিয়েছে।এতে তিনজন আহত হয়েছে।তিনজনের মধ্যে একজন মারা গিয়েছে।বাকি দুইজনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:জসিম উদ্দিন জানান,কয়েকজন পল্লীবিদ্যুতের মাসিক শ্রমিকরা তাদের কাজের জন্য বের হয়।তারা গাড়ীতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে ঝামেলা হলে গাড়ীর মধ্যে থাকা গাছ কাটা দা দিয়ে একজন আরেকজনকে আঘাত করলে একজন মারা যায়।যে কোপ দিয়েছে তাকে আমরা আটক করেছি।